ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন
প্রিয় ভিজিটর আসসালামুআলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।এই পর্বে আমরা জানবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) সম্পর্কে।
EO- Search Engine Optimization হচ্ছে ডিজিটাল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে Google বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO.
শিখতে সহজ হওয়ায় নতুনদের অনেকেই এটা দিয়েই শুরু করতে চায় অনলাইন ক্যারিয়ার। যদি কাজ জানা থাকে আর কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই সেক্টরে ফ্রীল্যান্সিং এর পাশাপাশি নিজের ব্যবসা করারও সুযোগ থাকছে।
ঠিক এই রকম একটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে “Sales and Marketing”
সেলস বা বিক্রয়-ই হচ্ছে যে কোন ব্যবসার মূল চালিকাশক্তি,
SEO হচ্ছে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে কোন অনলাইন ভিত্তিক ব্যবসা বা ওয়েবসাইটকে মার্কেটিং করা যার মাধ্যমে ফ্রীতেই বিপুল পরিমাণ সেলস নিয়ে আসা সম্ভব। এটি হচ্ছে সিম্পল কিছু মার্কেটিং টেকনিক
যেহেতু এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে ফ্রীতে পাওয়ারফুল সেলস আনা যায়, আর তাই ইন্টারনেটে প্রচার করতে গেলে যে কোন কোম্পানীর SEO করা লাগবেই লাগবে।
এজন্যই এসইও এর এত গুরুত্ব।
কারন SEO ছাড়া অনলাইনে দীর্ঘস্থায়ী ব্যবসা কল্পনা করা যায় না।
SEO আসলে কি?
পৃথিবীতে অনেক Search Engine আছে যেমন সবচেয়ে Famous হল Google, এরপর আছে yahoo, Bing ইত্যাদি। কেউ যদি বাংলায় HTML শিখতে চায় তাহলে হয়ত সে “HTML Tutorial in Bangla” লিখে গুগলে সার্চ দেবে কারন সে হয়ত বাংলায় HTML Tutorial আছে এমন কোন ওয়েবসাইটরে ঠিকানা জানেনা।
এখন ধরা যাক আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে বাংলায় এইচটিএমএল টিউটোরিয়াল আছে। এখন “HTML Tutorial” লিখে গুগলে Search দিলে গুগলের প্রথম পেজে আরও ভাল হবে যদি প্রথম পেজের প্রথম লিংকটাই আপনার সাইটের হয় তাহলে নিশ্চিত থাকতে পারেন যে ঐ ইউজার যে “এইচটিএমএল টিউটোরিয়াল” দিয়ে খুজছিল সে অবশ্যই আপনার সাইটে যাবেই। এই যে একজনের সাইট গুগলে সবার আগে দেখাল অথচ বাংলায় HTML Tutorial আছে এমন বহু Site ,Blog, Forum ইত্যাদি থাকার পরেও, যে সাইট আগে দেখালো সে সাইটে কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল এসব কৌশলকে বলা হয় Search engine optimization(SEO).


Nice vai
ReplyDeletethank you for your valuable comment
Delete